ন্যূনতম যোগ্যতায় রাজ্যের ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ-Kmcgov.in-Recruitment-Notice

ন্যূনতম যোগ্যতায় রাজ্যের ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ-Kmcgov.in-Recruitment-Notice


চাকরিপ্রার্থীদের জন্য এক নতুন চাকরির বিজ্ঞপ্তি খবর নিয়ে আসলো Upcoming Recruitment.Com। যে সমস্ত চাকরিপ্রার্থী পৌরসভার আয়তায়  চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য নিচে অফিশিয়াল বিজ্ঞপ্তির সমস্ত রকম বিষয়বস্তু আলোচনা করা হলো। প্রতিদিন এরকম চাকরির খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট পোর্টাল ফলো করুন। আমরা এখানে প্রতিনিয়ত চাকরির খবর দিয়ে থাকি।

Kmcgov.in-Recruitment-Notice



পদের নাম/POST NAME-এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেটি হল -

  • Analyst
  • Driver 


Join Our WhatsApp GroupClick here
Join Our Telegram GroupClick here
Join Our Facebook PageClick here


শিক্ষাগত যোগ্যতা EDUCATIONAL QUALIFICATION- Analyst পদের  জন্য চাকরি প্রার্থী কে কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি বিষয়ক গ্রেজুয়েট ডিগ্রী থাকতে হবে সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে বয়সের সীমা হতে হবে ১ ১ ২০২৩ এর অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে।     

 

শিক্ষাগত যোগ্যতা EDUCATIONAL QUALIFICATION-  Driver পদের ক্ষেত্রে আবেদনকারীকে অষ্টম পাস হতে হবে এবং পাশাপাশি যানবাহন চালানোর দক্ষতায় বৈধ লাইসেন্স থাকতে হবে এক্ষেত্রে পার্থের বয়স হতে হবে এক এক দুই হাজার তেইশের অনুযায়ী ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।




আবেদন পদ্ধতি/APPLICATION PROCESS- যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের আলাদাভাবে আবেদনের প্রয়োজন হবে না তবে আবেদনকারকে বায়োডাটা সহ সমস্ত ডকুমেন্টস জেরক্স সাথে অরজিনাল কপি ইন্টারভিউ এর দিন নিয়ে আসতে হবে।                    

VANUE of Interview - 

Chief Municipal Health Officer ,

Room No.137 1st Floor , 

 CMO Buliding , 5,S,N Banerjee Road , Kolkata - 700013 




Required Documents প্রয়োজনীয় ডকুমেন্ট: যে সমস্ত ডকুমেন্ট ইন্টারভিউ এর দিন রাখবেন।


  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
  • সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বিশেষ করে মার্কসিট ও সার্টিফিকেট।
  • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  • কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
  • নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি




নিয়োগ পদ্ধতি/SELECTION PROCESS-  যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে ইন্টারভিউ দিতে আসবেন তাদের প্রথমে ইন্টারভিউয়ের মাধ্যমে শর্ট লিস্টিং করা হবে এবং একাডেমিক মার্কস ভেরিফিকেশন করে তালিকা প্রস্তুত করে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।               




ইন্টারভিউ সময়সীমা/  Interview END DATE- যে সমস্ত চাকরিপ্রার্থী উপরের দেওয়া সমস্ত বিষয় থেকে ভাবছেন আপনি যোগ্যতার মাপকাঠিতে আপনি যোগ্য তাহলে আপনাকে আগামী ২০-03-২০২৩ থেকে ২১- ৩- ২০২৩ তারিখের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে।


ন্যূনতম যোগ্যতায় রাজ্যের ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ-Kmcgov.in-Recruitment-Notice


Official Notification -Here


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.