মিড ডে মিল প্রকল্পের আওতায় সুপারভাইজার পদে নিয়োগ-Mid Day Meal Supervisor Recruitment-2023

মিড ডে মিল প্রকল্পের আওতায় সুপারভাইজার পদে নিয়োগ-Mid Day Meal Supervisor Recruitment-2023


রাজ্য ব্লকে মিড ডে মিল প্রকল্পের আওতায় সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে চাকরিপ্রার্থী সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির সুযোগ পাবেন ‌ নিচে বিস্তারিতভাবে আবেদনের বিশদ আলোচনা করা হলো।


Mid Day Meal Supervisor Recruitment-2023




Post name & vacancy/ পদের নাম ও শুন্য পদ-মিড ডে মিল প্রকল্পের আওতায় এখানে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে এখানে শূন্য পদ একটি রয়েছে।

Mid Day Meal Supervisor Recruitment-2023



Educational Qualification শিক্ষাগত যোগ্যতা-আবেদনকারীকে অবশ্যই গভর্নমেন্ট রিটায়ার্ড ইমপ্লয়ি হতে হবে এছাড়াও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।




Age Limitবয়স-চাকরিপ্রার্থীর বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে এই অনুযায়ী বয়স হিসাব করতে হবে এক জনুয়ারি ২০২৩ এর অনুযায়ী।



Salary বেতন-যে সমস্ত আবেদনকারীকে এখানে  নিযুক্ত করা হবে তাদের প্রতি মাসে 10 হাজার টাকা করে বেতন দেওয়া হবে ‌।




Application processআবেদন পদ্ধতি-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে‌। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং সেটিকে একটি a4 সাইজ পেজে প্রিন্ট করে সমস্ত তথ্য দিয়ে ওই আবেদন পত্র ভর্তি হবে এবং নির্দিষ্ট জায়গায় সিগনেচার ও ফটো লাগাতে হবে এবং সাথে কিছু ডকুমেন্টস যুক্ত করে একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।


Join Our WhatsApp GroupClick here
Join Our Telegram GroupClick here
Join Our Facebook PageClick here


Application Address & End date আবেদন জমা দেওয়ার ঠিকানা ও শেষ তারিখ-আবেদনকারী এখানে আগামী ৮ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন ঠিকানাটা হল-Block  Development office. Sonamukhi block, Bankura.



Selection Process নিয়োগ পদ্ধতি-এখানে চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।


মিড ডে মিল প্রকল্পের আওতায় সুপারভাইজার পদে নিয়োগ-Mid Day Meal Supervisor Recruitment-2023


OFFICIAL NOTIFICATION -HERE

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.