কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই আশা কর্মী নিয়োগ-Wb Asha Application From-Notification.

কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই আশা কর্মী নিয়োগ-Wb Asha Application From-Notification.


চাকরিপ্রার্থীদের জন্য এক নতুন চাকরির বিজ্ঞপ্তি খবর নিয়ে আসলো Upcoming Recruitment.Com। যে সমস্ত চাকরিপ্রার্থী আশা কর্মী পদে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য নিচে অফিশিয়াল বিজ্ঞপ্তির সমস্ত রকম বিষয়বস্তু আলোচনা করা হলো। প্রতিদিন এরকম চাকরির খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট পোর্টাল ফলো করুন। আমরা এখানে প্রতিনিয়ত চাকরির খবর দিয়ে থাকি।

Wb Asha Application From-Notification.


পদের নাম/POST NAME- এখানে যে পদের জন্য নিয়োগ করা হবে সেটি হল আশা কর্মী। ব্লক স্তরে।


Join Our WhatsApp GroupClick here
Join Our Telegram GroupClick here
Join Our Facebook PageClick here


শিক্ষাগত যোগ্যতা EDUCATIONAL QUALIFICATION- এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী এই পদের জন্য আবেদন করবেন তাদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে এছাড়াও উচ্চ শিক্ষিত প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।      




আবেদন পদ্ধতি/APPLICATION PROCESS- অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া পদ্ধতি গুলি অনুসরন করুন।


সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করুন।এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, ডাউনলোড করে সাদা A4 সাইজের পেপারে বের করে নিন। এরপর নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালোভাবে ভরে নিবেন।

এরপর নির্দিষ্ট জায়গায় সিগনেচার ও পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে একটি নির্দিষ্ট খামে ভরে নিজের যাবতীয় ডকুমেন্টস সাথে দিয়ে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিন।                     


প্রয়োজনীয় ডকুমেন্ট: যে সমস্ত ডকুমেন্ট স অনলাইন বা অফলাইন আবেদন সময়ে রাখবেন। বা ইন্টারভিউ এর দিন রাখবেন।



  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
  • সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বিশেষ করে মার্কসিট ও সার্টিফিকেট।
  • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  • কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
  • নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি




বয়সের মাপকাঠি/AGE LIMIT-  আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 30-40 বছর বয়সের মধ্যে। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি যেমন SC/ST দের বয়স হতে হবে 22-40 বছর বয়সের মধ্যে।                




নিয়োগ পদ্ধতি/SELECTION PROCESS- ই নিয়োগ প্রক্রিয়া কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র কোয়ালিফিকেশনের উপর এবং ইন্টারভিউ এর উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।                




আবেদনের সময়সীমা/APPLICATION END DATE-আগামী 13/04/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিডিও তথা ব্লক অফিসে জমা করতে হবে আবেদনপত্র।




বিস্তারিত আরো ভালোভাবে জানতে নিচে দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটি একবার ভালোভাবে পড়ে নেবেন।


কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই আশা কর্মী নিয়োগ-Wb Asha Application From-Notification.



Official Notification -Here

Application form -Here

Vacancy-Here


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.